ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফুলে এখন ভালবাসা নয়, স্বার্থ জড়িত: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২১, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফুলে এখন ভালবাসা নেই, আছে স্বার্থ। যে কোনো অনুষ্ঠানে গেলে প্রথমে ফুল দেওয়া হয়। এরপর ফুলের সাথে দেওয়া হয় কাগজ। কাগজে লেখা থাকে দাবি। দাবি জানাবেন ভালো কথা, তা ফুলের সাথে জানাতে হবে কেন?

আজ (বৃহষ্পতিবার) খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, যে কোনো অনুষ্ঠানে আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি কমানো দরকার। বক্তারা মঞ্চে উপস্থিত ব্যক্তিদের পদ-পদবি বলতে বলতে ও গুণকীর্তন করতে করতে সময় নষ্ট করেন। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন। বিভিন্ন মন্ত্রণালয় ক্যাপ মাথায় রাস্তায় শোভাযাত্রা করতে গিয়ে যানজট সৃষ্টি হয়। যা কোনভাবেই কাম্য নয়।

 

এএ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি