ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ফুলে ফুলে ঢাকা (ভিডিও)

শাকেরা আরজু

প্রকাশিত : ১২:০২, ৫ মে ২০২২ | আপডেট: ১২:০৪, ৫ মে ২০২২

এই গ্রীষ্মে প্রকৃতিতে চলছে চোখ-ধাঁধানো রঙের উৎসব। রাজধানীর পথে পথে কৃষ্ণচূড়া, সোনালু, জারুল ফুলের মন মাতানো রঙে, নেচে উঠেছে প্রকৃতি। আগুন ঝরা দিনে প্রকৃতির এই রূপে মুগ্ধ পথিকেরা, ভিন্ন মাত্রা দিয়েছে ঈদের আমেজকেও। 

গ্রীষ্মের তপ্ত আকাশ জুড়ে মেঘের আনাগোনা।  কখনো কালবৈশাখীর হানা। এরই মাঝে নগর জীবনে প্রশান্তি এনে দিচ্ছে কৃষ্ণচূড়ার লাল আভা।  

আপন মহিমায় দীপ্তি ছড়িয়ে যাচ্ছে গ্রীষ্মের আরেক ফুল সোনালু। কাঁচা হলুদ রঙা এই ফুলের রঙে আশপাশটাও যেন উজ্জ্বল হয়ে ওঠে।

ফাঁকা রাজধানীতে বেগুনি আলো ছড়াচ্ছে জারুল। শান্ত আর ভিন্ন এক মুগ্ধতার পরশ ছুঁয়েছে প্রকৃতিতে।

আগুন ঝরা দিন কিংবা এক পশলা বৃষ্টি। গ্রীষ্মের এ দিনগুলোতে  কৃষ্ণচূড়া, সোনালু আরু জারুলের শোভা, ঈদ আমেজকেও দিয়েছে ভিন্ন মাত্রা।

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি