ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেইসবুকের নিরাপত্তায় এই সাত অ্যাপ থেকে সাবধান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ১৮ মে ২০২২

Ekushey Television Ltd.

ফেইসবুক ব্যবহারকারীদের জন্য পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইবার ক্রাইমের দুনিয়ায় অধিকাংশ নেটিজেনরাই ফেইসবুক পাসওয়ার্ড সেভ করে রাখেন না। কিন্তু তাতেও যে ফেসবুকের গোপনীয়তা বজায় থাকবে, সেই নিশ্চয়তা থাকছে না। অ্যান্ড্রয়েড ফোনের বেশ কিছু অ্যাপ রয়েছে, যেগুলোর মাধ্যমে ফেইসবুক পাসওয়ার্ড চুরি হয়ে যেতে পারে। 

জানা গিয়েছে, প্রায় দু’শোটি অ্যাপ রয়েছে, যেখান থেকে ফেইসবুক পাসওয়ার্ড-সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য ছড়িয়ে পড়তে পারে।

এসব অ্যাপের তালিকায় রয়েছে বেশ জনপ্রিয় সাতটি অ্যাপের নাম। এই সাতটি অ্যাপ ফোনে থাকলে ফেইসবুকের গোপনীয়তা নিয়ে সন্দেহ থেকেই যাবে। চলুন এগুলো সম্পর্কে জানা যাক..

> ডেইলি ফিটনেস ওএল অ্যাপটি থেকে শরীরচর্চা সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

> এনজয় ফোটো এডিটর অ্যাপে ছবি তুলে এডিট করার জন্য ব্যবহার হয়।

> প্যানোরমা ক্যামেরা ব্যবহার করলে ফোন দিয়েই প্যানোরমা মোডে ছবি তোলা যায়।

> ফোটো গেমিং পাজল একটি অনলাইন গেম অ্যাপ।

> সোয়ার্ম ফোটো একটি এডিটিং অ্যাপ যার মাধ্যমে বিভিন্ন ছবির কোলাজ তৈরি করা যায়।

>বিজনেস মেটা ম্যানেজার অ্যাপটি ফেইসবুকের বিজনেস প্রোফাইলগুলো ম্যানেজ করতে ব্যবহার করা হয়।

> ক্রিপটোমাইনিং ফার্ম ইয়োর ওন কয়েন ক্রিপটোকারেন্সি লেনদেনের জন্য ব্যবহার করা হয়।

সাইবার নিরাপত্তা উপদেষ্টাদের মতে, এই সাতটি অ্যাপ ডাউনলোড করা থাকলে অবিলম্বে তা আনইনস্টল করতে হবে। আপাতত গুগল প্লে-স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই অ্যাপগুলো। কিন্তু যাদের ফোনে ইতোমধ্যেই ইনস্টল করা হয়েছে এই অ্যাপ, তাদের ব্যক্তিগত তথ্য ছড়িয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি