ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ফেনীতে‘মানিলন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৭, ১১ অক্টোবর ২০১৮

ফেনীতে‘মানিলন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ’সম্পর্কিত একটি কর্মশালার আয়োজন করেছে ব্র্যাকব্যাংক লিমিটেড।

২৯ সেপ্টেম্বর, ২০১৮ফেনীর একটি হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় ফেনী ও নোয়খালী অঞ্চলের মোট ১২৬ জনকর্মকর্তা অংশগ্রহণ করেন।
ব্র্যাকব্যাংকের কোম্পানি সেক্রেটারি, রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান ও ক্যামেলকোরে ইসউদ্দীন আহ্মাদ এবং ডেপুটি ক্যামেলকো মোঃ লুৎফুল হক সেশনটি পরিচালনা করেন। একটি মূল্যবোধ ভিত্তিক প্রতিষ্ঠান হিসাবে, ব্র্যাকব্যাংক এরকর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতার উন্নয়নে পর্যাপ্ত বিনিয়োগ করে এবং নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুসারে ব্র্যাক ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন স্থানে কর্মকর্তাদের জন্য মানিলন্ডারিং এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত কর্মশালা আয়োজন করে থাকে।

টিআর/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি