ফেনীতে বাঁধ ভেঙে বন্যা: ১০ গ্রাম প্লাবিত
প্রকাশিত : ১৮:৫০, ২১ জুলাই ২০১৭
চার দিনের টানা বৃষ্টিতে ফেনীতে বাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্ধ রয়েছে ফেনী-পরশুরাম সড়কে যান চলাচল।
এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে ফুলগাজীতে প্রতিবছর বাঁধ ভেঙে অনেক গ্রাম প্লাবিত হয়। কর্তৃপক্ষ নদী খনন ও বাঁধ সংস্কার করছে। পানিতে শতাধিক মাছের খামার ও পুকুর ভেসে গেছে। নষ্ট হয়েছে আমনের বীজতলা।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারতীয় পাহাড়ি ঢলসহ চার দিনের টানা বৃষ্টির কারণে এ বন্যা দেখা দিয়েছে। তাদের মতে, শুক্রবার সকালে মুহুরী নদীর পানি বিপদসীমার ১২০ সেন্টিমিটার ওপরে রেকর্ড করা হয়েছে। পানির চাপে সিলোনিয়া বেড়িবাঁধের দৌলতপুর, ঘনিয়ামোড়া, জয়পুর ও টেটেশ্বর অংশে ভাঙন ধরেছে।
পানিবন্দি হয়ে পড়েছে ফুলগাজী উপজেলার দৌলতপুর, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বৈরাগপুর, জয়পুর, টেটেশ্বর, ঘনিয়ামোড়া, মনিপুরসহ ১০ গ্রামের মানুষ।
আর/ডব্লিউএন
আরও পড়ুন