ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ফেরদৌসী প্রিয়ভাষিণীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ০৯:৩৩, ৬ মার্চ ২০১৯ | আপডেট: ০৯:১০, ১৯ মার্চ ২০১৯

মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এই দিনে তিনি মারা যান।

১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনায় নানার বাড়িতে জন্মগ্রহণ করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। তার বাবার নাম সৈয়দ মাহবুবুল হক এবং মা রওশন হাসিনা। বাবা-মায়ের ১১ সন্তানের মধ্যে প্রিয়ভাষিণী ছিলেন সবার বড়।

১৯৭১ সালে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত হন। স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য ২০১৬ সালে সরকার তাকে মুক্তিযোদ্ধা খেতাব দেয়। ২০১০ সালে তিনি স্বাধীনতা পদক পান। ২০১৪ সালে একুশের বইমেলায় তার আত্মজীবনী ‘নিন্দিত নন্দন’ প্রকাশিত হয়।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি