ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

ফেরিডুবির ৫ দিন পর ভেসে উঠল সহকারী মাস্টারের লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ২২ জানুয়ারি ২০২৪

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার সহকারী মাস্টার হুমায়ুন কবিরের মরদেহের সন্ধান মিলেছে। ফেরিডুবির পাঁচ দিন পর আজ সোমবার বিকেলে ঘটনাস্থল থেকে ১৩ কিলেমিটার দূরে হরিরামপুরের পদ্মা নদীতে তার মরদেহ ভেসে ওঠে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ।

গত বুধবার সকাল সোয়া ৮টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাট থেকে ২০০ মিটার দূরে পদ্মায় নয়টি যানবাহন নিয়ে ডুবে যায় ঘন কুয়াশায় নোঙর করে রাখা ফেরি রজনীগন্ধা। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে ফেরিটির সহকারী মাস্টার হুমায়ূন কবীরকে পাওয়া যাচ্ছিল না।

ফেরিডুবির দিনই উদ্ধারকারী জাহাজ হামজা এসে একটি কভার্ডভ্যান ও একটি ট্রাক উদ্ধার করে। পরদিন আরেক উদ্ধারকারী জাহাজ রুস্তম এসে আরেকটি ট্রাক উদ্ধার করে। দুই জাহাজ মিলিয়ে গতকাল রোববার পর্যন্ত মোট চারটি যানবাহন উদ্ধার করা হয়েছে। আরও পাঁচটি ট্রাক এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। 

তবে এ দুই জাহাজের সক্ষমতা না থাকায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারের ডাকা হয় আরেক উদ্ধারকারী জাহাজ প্রত্যয়কে। সেটি গত শুক্রবার দুপুর ২টায় ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। উদ্ধার কাজ এখনও চলছে।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি