ফেরি রজনীগন্ধা উদ্ধার, খোঁজ মেলেনি দুটি ট্রাকের
প্রকাশিত : ০৯:৫৬, ২৫ জানুয়ারি ২০২৪
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা আটদিন পর উদ্ধার করা হয়েছে। তবে এখনও খোঁজ মেলেনি দুটি ট্রাকের।
বুধবার রাত এগারোটার দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের মাধ্যমে ফেরিটিকে নদীর কিনারায় আনা হয়।
বর্তমানে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে ফেরিটিকে রাখা হয়েছে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ এই তথ্য নিশ্চিত করেন।
গেল ১৭ জানুয়ারি পাটুরিয়া ঘাটের কাছে নয়টি ট্রাক নিয়ে ডুবে যায় ফেরি রজনীগন্ধা। এরপর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়, রুস্তম, হামজা ও ঝিনাই-১ দিয়ে ট্রাক এবং ফেরি উদ্ধারে কাজ শুরু হয়।
দুর্ঘটনার পর গত শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে এসে ফেরি উদ্ধারের কাজে নামে প্রত্যয়। টানা ৫ দিনের চেষ্টায় গেল রাতে ফেরিটিকে উদ্ধার করা হয়।
৮ দিন ধরে চলা অভিযানে উদ্ধার করা হয় সাতটি ট্রাক। তবে এখনও খোঁজ মেলেনি অন্য দুটি ট্রাকের।
এ দুর্ঘটনায় ফেরির সহকারী মাস্টার হুমায়ুন কবির নিহত হন। ফেরি ডুবির ৬ দিন পর দুর্ঘটনাস্থল থেকে ১৩ কিমি ভাটিতে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এদিকে, ফেরি ডোবার কারণ অনুসন্ধানে তদন্ত করছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ-এর দুটি কমিটি।
এএইচ
আরও পড়ুন