ফেরি স্বল্পতা : পাটুরিয়া-দৌলতদিয়ায় ভোগান্তি
প্রকাশিত : ১৩:২৭, ২৮ অক্টোবর ২০১৭
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি স্বল্পতায় যানবাহন পারাপারে ভোগান্তির সৃষ্টি হয়েছে। ফেরি পারাপারের জন্য প্রতিটি যানবাহনকে ৭ ঘন্টা পর্যন্ত আটকে থাকতে হচ্ছে। শনিবার সকাল ৯টার দিকে পারের অপেক্ষায় রয়েছে এখনও প্রায় চার শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে চলাচলকারী ১৯টি ফেরির মধ্যে ৬টি বিকল হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিকল ফেরিগুলোর মধ্যে ৫টি নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেরামতে রয়েছে। আর বিআইডব্লিউটিসির পাটুরিয়া ভাসমান কারখানায় ৬ দিন ধরে মেরামতে রয়েছে ইউটিলিটি ফেরি কুমারী।
হানিফ পরিবহনের চালক হাসানুজ্জামান বলেন, ফেরি স্বল্পতার কারণে প্রায় প্রতিদিনই দুই ঘাটেই পারাপারের অপেক্ষায় থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। মাঝে মাঝেই যানবাহনের দীর্ঘ সারি ২/৩ কিলোমিটার পর্যন্ত হয়।
এদিকে যানবাহনের দীর্ঘ সারি আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। আর যানজটকে পুঁজি করে স্থানীয় হোটেল ও রেস্তোরাগুলোতে খাবারের দামও বাড়িয়েছে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ফেরি স্বল্পতা ছাড়াও ঘাটে ড্রেজিং কাযক্রম চলায় প্রতিদিনই কোনো না কোনো পল্টুনের পকেট বন্ধ থাকে। যার প্রভাব পড়ছে যান পারাপারের ক্ষেত্রে। পারাপারের সময় যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে
/ আর / এআর
আরও পড়ুন