ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ফের অভিযুক্ত ট্রাম্প, আদালতে যাচ্ছেন মঙ্গলবার

আজহারুল ইসলাম

প্রকাশিত : ০৮:২৬, ১০ জুন ২০২৩ | আপডেট: ০৮:৩৪, ১০ জুন ২০২৩

সরকারি গোপন নথি নিজের কাছে রাখা ও ন্যায়বিচারে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাবেক কোন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথম ফেডারেল অভিযোগ। রাষ্ট্রীয় গোপন নথিগুলো ফ্লোরিডার বাসভবনের বাথরুমে রেখেছিলেন ট্রাম্প। এদিকে, সকল অভিযোগ প্রত্যাখ্যান করে নিজেকে বরাবরের মতোই নির্দোষ দাবি করেছেন তিনি। 

ফের অভিযুক্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস ছাড়ার পরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নানা নথি ব্যবহারের মামলায় তার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ৭৬ বছর বয়সী ট্রাম্প সাতটি মামলার মুখোমুখি হয়েছেন। যার মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় পরমাণু বিষয়ক ও সামরিক নানা পরিকল্পনাসহ শতশত রাষ্ট্রীয় গোপন নথি সরানোর অভিযোগও আছে। এসব নথি ট্রাম্পের বাথরুমে ছিল বলে জানানো হয়েছে। 

৩৭ দফার অভিযোগের পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ারও অভিযোগ আনা হয়েছে। ট্রাম্পের ব্যক্তিগত সহকারী ওয়াল্ট নটা এবং হোয়াইট হাউসের সাবেক সামরিক কর্মকর্তারারা এফবিআইকে পাশ কাটিয়ে নথিগুলোর ফাইল হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার বাসভবনে নিয়ে যান বলেও অভিযোগ আনা হয়েছে।

গেল বছর ট্রাম্পের কাছ থেকে অন্তত ১ হাজার ৩শ’টি নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। তিনি নিজের কাছে রাখা গোপন নথির অপব্যবহার করেছেন কি না, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

এদিকে ট্রাম্পের আইনজীবী জানিয়েছেন, আগামী মঙ্গলবার আদালতে হাজির হচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের আইনজীবী ট্রাস্টি জানান, মঙ্গলবারের মধ্যে তিনি ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগের কপি হাতে পাবেন।

অপরদিকে, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে নিজেকে নির্দোষ দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি