ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ফের আইসিসি চেয়ারম্যান মনোহর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ১৬ মে ২০১৮

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও একবার নির্বাচিত হলেন শশাঙ্ক মনোহর। এর ফলে আরও দু’বছর এই পদে থাকবেন তিনি।

ভারতীয় বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট মনোহর যে আইসিসির চেয়ারম্যান হিসেবে আরও একবার নির্বাচিত হতে চলেছেন, সেটা স্পষ্ট হয়ে যায় গত মাসের বৈঠকে। আইসিসির ওই বৈঠকে মনোহরের দ্বিতীয় দফার নির্বাচন নিয়ে কেউ কোনও আপত্তি তোলেননি। তখনই বোঝা গিয়েছিল, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার দায়িত্বে আরও একবার থাকতে চলেছেন তিনি। এর আগে ২০১৬ সালে প্রথমবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মনোহর।

তিনি নির্বাচিত হওয়ার দিনে জানা গেছে, আইসিসির ওয়ার্কিং গ্রুপের সদস্যরা বৃহস্পতিবার দেখা করবেন কয়েকজন ভারতীয় বোর্ডকর্তার সঙ্গে।

সূত্র: আনন্দবাজার

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি