ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ফের আফগানদের প্রত্যাবাসন করতে চলেছে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ২৬ মার্চ ২০২৪ | আপডেট: ২৩:৩০, ২৭ মার্চ ২০২৪

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে আফগান অভিবাসীদের ফের ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। আগামী মাস থেকেই সেই প্রক্রিয়া শুরু হচ্ছে বলে নিউজ ইন্টারভেনশন জানিয়েছে। সীমান্তে উত্তেজনা বৃদ্ধি ও ৫ লাখের বেশি আফগান অভিবাসীর পাকিস্তান ছাড়ার পর এই সিদ্ধান্ত নিল সরকার।

আফগানদের ফেরত পাঠানোর কারণ হিসেবে পাকিস্তান নিরাপত্তা উদ্বেগ ও অর্থনৈতিক চাপ সামাল দেওয়ার কথা বললেও আসল কারণ মূলত সীমান্তে সংঘর্ষের বিষয়ে কাবুলের তালেবান নেতৃত্বাধীন সরকারের উপর চাপ প্রয়োগ করা।

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংযোগ থাকা খাইবার পাখতুনখোয়া প্রদেশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, এপ্রিলের ঈদের ছুটির পর দ্বিতীয় ধাপের প্রত্যাবাসন শুরু হতে পারে। এছাড়া পেশোয়ারের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ঈদের পরে ‘অবৈধ আফগানদের’ বিষয়ে নতুন অভিযান চালানোর পরিকল্পনার কথা জানিয়েছেন। সুনির্দিষ্ট নির্দেশনা না থাকলে স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে আফগান শরণার্থীদের তথ্য সংকলন শুরু করেছে। কয়েক দশক ধরে পাকিস্তানে আফগানরা প্রবেশ করেছে। লাখ লাখ আফগান আশ্রয় খুঁজছে। বিশেষ করে ২০২১ সালে তালেবানের ক্ষমতায় আসার পর প্রতিবেশী পাকিস্তানে আশ্রয় নেওয়া আফগানদের সংখ্যা বেড়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি