ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ফের উত্তপ্ত ভারতের মনিপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ২৯ সেপ্টেম্বর ২০২৩

ফের উত্তপ্ত ভারতের মনিপুর। এবার কারফিউয়ের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পৌত্রিক বাড়িতে হামলার চেষ্টা চালিয়েছে বিক্ষুব্ধরা।

স্থানীয় সময় বুধবার রাতে রাজধানী ইম্ফলের বাইরে হেইনগাং এলাকায় মুখমন্ত্রী বীরেন সিংয়ের  পৌত্রিক বাড়ীতে হামলার চেষ্টা চালায় বিক্ষুব্ধদের দুটি দল। এসময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ওই এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। বীরেন সিংয়ের ওই বাড়িতে কেউ ছিলেন না। মুখ্যমন্ত্রী তার পরিবারসহ ইম্ফলে বসবাস করেন। একদিন আগে দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়লে কারফিউ জারি করে রাজ্য সরকার। সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইনও আরো ছয়মাস জারি রাখার ঘোষণা দেয়া হয়। গেল ৩ মে থেকে কুকি ও মেইতি জাতিগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরে বিক্ষোভ শুরু হয় মনিপুরে।

এসবি/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি