ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফের জুটি বাঁধলেন ঐশ্বরিয়া-অনিল কাপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ১০ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

১৭ বছর পর অনিল কাপুরের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন এক সময়ের বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। অতুল মুখার্জীর মিউজিক্যাল ড্রামা ‘ফ্যানি খান’য়ে ছবিতে জুটিবদ্ধ হয়েছেন তারা।

এর আগে সুভাষ ঘাই’য়ের ‘তাল’ ও সতীশ কৌশিকের ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ সিনেমায় দর্শকপ্রিয় হয়েছিলো এ জুটি।

বয়স চল্লিশের ঘর পেরোলেও বয়সের সঙ্গে পাল্লা দিয়েই যেন বাড়ছে বচ্চনবধূর জনপ্রিয়তা। ২০১৬’র দুই সিনেমা ‘সর্বজিত’ ও ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ দিয়ে হয়েছিলেন খবরের শিরোনাম।

 আগেই জানা গিয়েছিল, ‘ফ্যানি খান’য়ের একাধিক গানের প্লেব্যাকের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অনিল কাপুর।
 সম্প্রতি এ ছবির দৃশ্যধারণের চূড়ান্ত দিন তারিখ ঘোষণা করলেন প্রযোজক ভূষণ কুমার। আগস্টের শেষের দিকে শুরু হবে এ ছবির শুটিং আর ঐশ্বরিয়া অংশ নেবেন অক্টোবরে। ২০১৮’য়ের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে এ ছবিটিরি।

ছবির প্রযোজক ভূষণ কুমার গণমাধ্যমকে বলেন, আমরা চেয়েছিলাম সিনেমার মাধ্যমে একটি বিশেষ ধারণাকে প্রতিষ্ঠিত করতে। ‘ফ্যানি খান’ সে ধরনেই একটি সিনেমা। ইন্ডিয়ান এক্সপ্রেস।

//আর//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি