ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ফের জয়ের ধারায় মেসির দল ইন্টার মায়ামি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ৪ সেপ্টেম্বর ২০২৩

আমেরিকান মেজর লিগ সকারে জয়ের ধারায় ফিরেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাবকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

বিএমও স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখে মায়ামি। একের পর এক আক্রমণে গোলও মিলে যায় শুরুতে। 

ম্যাচের ১৪ মিনিটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফাকুন্দো ফারিয়াস। এই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। 

দ্বিতীয়ার্ধে খেলার ধার আরও বাড়ে তাদের। ৫১ মিনিটে মেসির দুর্দান্ত অ্যাসিস্টে মায়ামিকে ২-০ তে এগিয়ে দেন তারই সাবেক বার্সা সতীর্থ জর্ডি আলবা। 

৮৩ মিনিটে আরও একটি গোল পায় টাটা মার্টিনোর দল। কাম্পানার সেই গোলে কারিগরও মেসি। 

শেষদিকে এসে একটি গোল শোধ দেয় লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব।

এর আগের ম্যাচে নাশভিলের সঙ্গে গোলশূন্য ড্র করে মেসির দল। ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শুরু থেকে দুর্দান্ত খেলে মেসিরা। একের পর এক সুযোগ তৈরি করে তারা। তবে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে গোল মেলেনি। ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার পর প্রথমবার জয় বঞ্চিত হয় আর্জন্টাইন তারকা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি