ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ফের পেট্রোল-ডিজেলের দাম বাড়াল পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ১৭ সেপ্টেম্বর ২০২৩

পেট্রোলের দাম প্রতি লিটারে ২৬ রুপি এবং ডিজেল ১৭ রুপি বাড়িয়েছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার।

দেশটির চরম মুদ্রাস্ফীতির মধ্যে পেট্রোল-ডিজেলের দাম বাড়ানো হলো। তবে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দাম বাড়ার পর দেশটিতে এক লিটার পেট্রোলের দাম হবে ৩শ’ ৩১.৩৮ রুপি এবং ডিজেলের দাম হবে ৩শ’ ২৯.১৮ রুপি। 

দেশিটিতে এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো রেকর্ড পরিমাণে দাম বাড়ানো হলো পেট্রোলিয়াম পণ্যের। এর আগে পহেলা সেপ্টেম্বর পেট্রোল এবং ডিজেলের দাম ১৪ রুপির বেশি বাড়ায় পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি