ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফের মা হচ্ছেন বর্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ৩ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:২২, ৩ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল আফিয়া নুসরাত বর্ষার ঘরে আবারও আসছে নতুন অতিথি

বর্ষা নিজেই তাঁর এই অনাগত অতিথির কথা জানিয়েছেন। এর আগে তিনি ছেলে সন্তানের মা হয়েছেন। ছেলের নাম আরিজ।

বর্ষা গণমাধ্যমকে বলেন, আবারও আমি মা হতে চলেছি, সবাই দোয়া করবেন। জীবনের সব থেকে সুখময় অনুভূতি এখন অনুভব করছি। তিনি বলেন, আমি অপেক্ষার প্রহর গুনছি, আমার দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখবে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে আমাদের ঘরে নতুন অতিথি আসবে। ভক্তদের চমকে দেওয়ার জন্য আসলে মা হওয়ার খবর একটু দেরি করে দিলাম।

দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের অতিথির কারণে চলচ্চিত্রের কাজ করতে একটু দেরি হচ্ছে।  দর্শকদের নিরাশ করব আশা করছি, ২০১৮ সালে নতুন ছবি ‘দ্য স্পাই’-এর শুটিং আমরা শুরু করতে পারব।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে এসব কথা জানান আফিয়া নুসরাত বর্ষা।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি