ফেলেপসের রেকর্ড ভাঙলেন মার্শ
প্রকাশিত : ১৫:৪০, ২৯ জুলাই ২০২৪
প্যারিস অলিম্পিকে ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে মাইকেল ফেলেপসের ১৬ বছরের রেকর্ড ভাঙ্গলেন মার্শ। এই ইভেন্টে নতুন রেকর্ড গড়েছেন তিনি।
চোখের সামনেই নিজের রেকর্ড ভাঙার দৃশ্য দেখেছেন ফেলেপস। তাকে ছাপিয়ে ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন ফ্রান্সের লিও মার্শ।
২০০৮ বেইজিং অলিম্পিকে ফেলেপসের টাইমিং ছিল ৪ মিনিট ৩ দশমিক ৮৪ সেকেন্ড। তা ভেঙ্গে ৪ মিনিট ২ দশমিক ৯৫ সেকেন্ড করেন মার্শ।
এই ইভেন্টে রুপা জেতেন জাপানের তোমোইয়ুকি মাতসুশিতা। ব্রোঞ্জ পান যুক্তরাষ্ট্রের কার্সন ফস্টার।
এএইচ