ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ফেসবুক বন্ধে অবস্থা বুঝে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ৩১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:৩৭, ৩১ জানুয়ারি ২০১৮

কাল থেকে শুরু হচ্ছে এস এসসি পরীক্ষা। পরীক্ষা ঘিরে জালিয়াত চক্রের সদস্যরা যাতে কোন ধরণের অপচেষ্টা করতে না পারে সে জন্য ফেসবুক বন্ধে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে এসএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনের একথা জানান তিনি। এর আগে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা ঘিরে জালিয়াতি চক্রের সদস্যরা যাতে সক্রিয় হতে না পারে, সে জন্য প্রয়োজনে সাময়িক সময়ের জন্য ফেসবুক বন্ধ রাখা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় সীমিত সময়ের জন্য ফেসবুক বন্ধ রাখা যায় কি না, সে বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পরিস্থিত বুঝে সিদ্ধান্ত নেবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘তারা তো আর ফেসবুক বন্ধ করতে পারবেন না। কিন্তু যারা এই ব্যাপারে দায়িত্ব পালন করেন, তাঁদের সঙ্গে আলাপ করা হয়েছে। বিটিআরসির চেয়ারম্যানসহ অন্য যাঁরা আছেন, তাদের সঙ্গেও কথা বলা হয়েছে। তাঁদের সমস্যাটি বলা হয়েছে। এ বিষয়ে তাঁরা বলেছেন, এটা প্রতিহত (ফেসবুকের মাধ্যমে প্রশ্নপত্র ছড়ানো) করার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে। সীমিত সময়ের জন্য ফেসবুক বন্ধ রাখা যায় কি না, সেটাও তাঁরা অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন।

পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বিষয়ে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থায়ীভাবে কোচিং সেন্টার বন্ধের জন্যও আইন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১০ বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে শুধু আট বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ১৬ লাখ ২৭ হাজার ৩৭৮ জন। সারা দেশে মোট ৩ হাজার ৪১২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কাল থেকে পরীক্ষা শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শেষ হবে। উল্লেখ্য, এবারই প্রথম এক প্রশ্নপত্রে সারা দেশের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে।

টিআর/ এমজে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি