ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেসবুক যেভাবে আপনার গতিবিধিতে নজরদারি রাখছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ১৭ জুন ২০১৮ | আপডেট: ১৬:২১, ১৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ফেসবুক আপনার ওপর প্রতি মুহূর্তে নজরদারি চালায়। তথ্য ফাঁসের ঘটনার পর বিষয়টি স্বীকার করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এবার জানালেন ঠিক কী ভাবে আপনার গতিবিধিতে নজরদারি চালানো হয়।

এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, ব্যবহারকারীর মোবাইল, কম্পিউটার ও মাউস থেকে মূলত তথ্য সংগ্রহ করে ফেসবুক। ফেসবুক জানিয়েছে, ব্যবহারকারী মাউস নিয়ে কোন কোন দিকে যাচ্ছে, তা ট্র্যাক করেই ডাটা সংগ্রহ করে ও নজরদারি চালায়।

মাউসের নড়াচড়া থেকে ডাটা নিতে সুবিধা হয় ফেসবুকের। তাহলে মানুষ ও রোবোটের সঙ্গে পার্থক্য করতে সুবিধা হয়। এই নজরদারির পেছনে ফেসবুকের যুক্তি, ব্যবহারকারীর চাহিদা বুঝে বিভিন্ন বিজ্ঞাপন দিতে সুবিধা হয়।

কোন লিঙ্গের প্রোফাইলে বেশি ঢুকছে ব্যবহারকারী, কাকে বন্ধুর তালিকা থেকে তাড়াচ্ছে, কোন বিজ্ঞাপনে ক্লিক করছে, সব ডেটা সংগ্রহ করে প্রতিটি ব্যবহারকারীর ডেটা প্রোফাইল তৈরি করা হয়।

সূত্র : টেকওর্য়াল্ড।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি