ফেসবুক স্টোরি থেকে আয়ের নতুন সুযোগ
প্রকাশিত : ১২:০৮, ১৯ মার্চ ২০২৫

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। এখন থেকে পাবলিক স্টোরির ভিউয়ের মাধ্যমে অর্থ উপার্জন করা যাবে।
সারা বিশ্বে বর্তমানে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন ২.৯৩ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী। এর মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকলেও এমন অনেকেই আছেন যারা আয় করার জন্য নিয়মিত রিলস ও ভিডিও পোস্ট করে থাকেন।
এবার শুধু ভিডিও কিংবা রিলস থেকে নয় বরং পাবলিক স্টোরির ভিউয়ের মাধ্যমে আয় করা যাবে। এটি ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের অংশ হিসেবে চালু করা হয়েছে।
ফেসবুক নতুন এ আপডেটের জানানো হয়েছে, নির্মাতারা তাদের ভিডিও, রিলস বা দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো স্টোরিতে শেয়ার করে আয় করতে পারবেন। এটি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রামের সদস্যদের জন্য চালু হবে।
উদাহরণস্বরূপ, যদি কেউ একটি রেসিপি ভিডিও তৈরি করে এবং সেটির কিছু অংশ স্টোরিতে শেয়ার করেন তবে সেটি থেকেও আয়ের সুযোগ থাকবে।
ফেসবুকের মুখপাত্র জানিয়েছেন, স্টোরির পেমেন্ট নির্ধারিত হবে কনটেন্টের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। এতে কোনো শর্তও থাকছে না। অর্থাৎ নির্দিষ্টসংখ্যক ভিউয়ের শর্ত ছাড়াই নির্মাতারা আয়ের সুযোগ পাবেন।
ফেসবুক ক্রিয়েটরদের জন্য আরও কী সুবিধা আনছে, তা জেনে নেওয়া যাক-
১. ইনস্টাগ্রাম ও ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন আরও সহজ হবে।
২. স্টোরির মাধ্যমে আয়ের সুযোগ পাওয়া যাবে।
৩. কোনো অতিরিক্ত সেটআপ ছাড়াই এটি (স্টোরি) স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে।
এএইচ