ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

এসিআই মটরসের আয়োজনে

ফোটন মটরের ৩ দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ২০ জানুয়ারি ২০১৯

গত ১৯ জানুয়ারী এসিআই মটরস্ ৩ দিনব্যাপী ফোটন বাণিজ্যিক যানের ফ্রি সার্ভিস ক্যাম্পের আয়োজন করেছে। ঢাকার নিকটবর্তী পূর্বাচলে এই ফ্রি সার্ভিস ক্যাম্পের উদ্বোধন করেন এসিআই মটরস্ এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব সুব্রত রঞ্জন দাস।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্ভিস ডিরেক্টর, আসিফ উদ্দিন এবং সেলস্ ডিরেক্টর মো: আজম আলী।

ক্যাম্পের প্রথম দিনেই ৪৫টি যানের সার্ভিস দেয়া হয়। আয়োজকরা আশা করছেন, দ্বিতীয় দিন থেকে প্রচুর গাড়ীকে এই ফ্রি সার্ভিস দেয়া সম্ভব হবে।

প্রসঙ্গত, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে এসিআই মটরস্। ফোটন এর বাণিজ্যিক যানের মাধ্যমে এসিআই মটরস্ বাংলাদেশে বাণিজ্যিক যানের ব্যবসা শুরু করেছে। ফোটন বর্তমানে বাণিজ্যিক যানবাহনের উৎপাদনে বিশ্বেও শীর্ষ প্রতিষ্ঠান। এসিআই মটরস্ বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণের সর্ববৃহৎ সমন্বয়কারী এবং কৃষিজ যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, পাওয়ার টিলার, কম্বাইন হারভেষ্টার, রিপার ইত্যাদীতে শীর্ষস্থানীয় স্থানে রয়েছে। এছাড়াও উন্নতমানের পণ্য সরবরাহ ও প্রতিশ্রুতির ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির রয়েছে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, জেনারেটর এবং ইয়ামাহা মোটরসাইকেল। এসিআই মটরস্ এর এই সকল পণ্যই বাংলাদেশী জনগনের জীবনের গতি বাড়াতে সাহায্য করছে।

দেশের একমাত্র পরিবেশক হিসেবে ফোটন বাণিজ্যিক যানের সঙ্গে এসিআই মটরস্ এর যাত্রা শুরু হয় ২০১৮ সালের অক্টোবর মাসে। যাত্রার শুরু থেকেই এসিআই মটরস্ গ্রাহকদের গুণগত সেবা প্রদান এবং খুচরা যন্ত্রাংশের লভ্যাংশের লভ্যতার উপর গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় এই ফ্রি সার্ভিস ক্যাম্পের আয়োজন করা হয়।

 

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি