ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফোরজি ব্যবহারে শীর্ষদেশ সিঙ্গাপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ২৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

দীর্ঘদিন ধরে ফোরজি নেটওয়ার্ক সেবায় দক্ষিণ কোরিয়া এগিয়ে থাকলেও এবার দেশটিকে টপকে শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। তবে দুঃখের বিষয়, ৪জি ব্যবহারে শীর্ষ ২০ দেশের মধ্যে নেই বাংলাদেশের নাম।

ফোর-জি স্পিডের সেরা দেশগুলোর তালিকায় এশিয়ার ওই দুই দেশের পরেই রয়েছে ওশেনিয়ার দুই প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যুক্তরাজ্যভিত্তিক ওয়ারলেস প্রযুক্তি বিষয়ক কোম্পানি ওপেন সিগন্যালের প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। ওই রিপোর্টে বিশ্বের ৮৮ টি দেশের ফোর-জি পারফরমেন্স তুলনা করা হয়েছে।

এদিকে, বৈশ্বিক ফোর-জি’র সঙ্গে দ্রুত গতিতে যোগ দিচ্ছে তাইওয়ানের অপারেটররা। বর্তমানে এটি এশিয়ায় ৩য় দ্রুততম গতির নেটওয়ার্ক। এর পরেই অবস্থান করছে জাপান ও ভিয়েতনাম। জাপানে গড় ডাউনলোড স্পিড ২৫.৩৯ এমবিপিএস। ভিয়েতনামে ২১.৪৯ এমবিপিএস। তবে এর মানে জাপানে ফোর-জির স্পিড ধীর গতি নয়। শুধু তারা এক্ষেত্রে অভিজাত দেশগুলোর সঙ্গে ম্যাচিং করে উঠতে পারে নি।

এদিকে ফোরজি সেবার দিক দিয়ে ওই তালিকার শীর্ষ ২০ এ- পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের নাম থাকলেও নাম নেই বাংলাদেশের।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি