
বেসরকারী টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় শুরু হচ্ছে আরএফএল প্লাস্টিকস নিবেদিত ফ্যামিলি গেম শো শ্বশুড়বাড়ি মধুর হাড়ি।
বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের টেলিভিশন দর্শকদের ভিন্নধর্মী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান উপহার দিতেই গেম শোটি তৈরি করা হয়েছে। এছাড়া পারিবারিক বন্ধনকে আরো আনন্দময় করে তোলাই এই অনুষ্ঠানের লক্ষ্য বলে জানান, আরএফএলের পরিচালক আর এন পাল। অনুষ্ঠানে প্রতি পর্বে বিজয়ী দলের জন্য বিশেষ উপহার থাকবে বলেও জানানো হয়।