ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপ

ফ্রান্সের জেতা ফুটবলের জন্য কল্যাণকর নয়!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ১২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বেলজিয়ামের গোলরক্ষক কর্তোয়ার মতে, মঙ্গলবার প্রথম সেমিফাইনালে ফ্রান্স যেভাবে জিতেছে, সেটা ফুটবলের জন্য কল্যাণকর নয়৷

কর্তোয়া একা নন, এডেন হ্যাজার্ডও ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরই খুব বেশি রক্ষণাত্মক হয়ে যাওয়ায় `৯৮ -এর চ্যাম্পিয়ন ফ্রান্সের কঠোর সমালোচনা করেছেন৷ বেলজিয়ামের এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে কর্তোয়া বলেছেন, ‘ফ্রান্স যেমন খেলেছে তা ফুটবলবিরোধী৷ একজন স্ট্রাইকারকে (জিরুড) প্রতিপক্ষের গোলপোস্ট থেকে এত দূরে খেলতে দেখার অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি৷’ তারপরই তিনি টেনে এনেছেন ব্রাজিলের প্রসঙ্গ৷ ব্রাজিল যে টুর্নামেন্টের কোনো ম্যাচে অতি রক্ষণাত্মক খেলে জয় নিশ্চিত করেনি, এমনকি কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে যাওয়া ম্যাচেও দেখিয়েছে আক্রমণাত্মক ফুটবলের সৌন্দর্য, সেদিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ফ্রান্স গোল রক্ষা করতে পেরেছে৷ ব্যাস, ওইটুকুই৷ আর বড় কথা হলো, তাতে তাদের জয়ও নিশ্চিত হয়েছে৷ তবে আমি মনে করি,  ফাইনালে ফ্রান্স না গিয়ে ব্রাজিল গেলেই ভালো হতো৷’

কর্তোয়ার মতো এডেন হ্যাজার্ডও মনে করেন, ফ্রান্সের জয়ে মহিমার বড় অভাব৷ বেলজিয়ামের অধিনায়কের মতে, ‘এই ফ্রান্সের বিপক্ষে জেতার চেয়ে আমার তো মনে হয় এই বেলজিয়ামের কাছে হেরে যাওয়াও ভালো৷’

৫১ মিনিটে উমতিতির হেডে এগিয়ে যাওয়ার পর থেকে ফ্রান্স সত্যিই খুব বেশি রক্ষণাত্মক হয়ে যায়৷ জিরুদ, গ্রিসমানদেরও দেখা গেছে রক্ষণ কাজে নিজেদের উজাড় করে দিতে৷ ফ্রান্সের এই কৌশলে কর্তোয়া এতটাই ক্ষিপ্ত যে ‘স্পোর্ৎসা` নামের আরেক পত্রিকাকে তিনি বলেছেন,

‘কর্নার থেকে হেডে একটা গোল আদায়ের পর শুধু নিজেদের গোলই সামলে গেছে ফ্রান্স৷ আমার কাছে মনে হচ্ছে, কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে হেরে যাওয়াই ভালো ছিল, অন্তত ওরা তো এমন একটা দল যারা ফুটবলটা খেলতে চেয়েছে৷’

সূত্র: ডয়চে ভেলে

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি