ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

ফ্রান্সের ফার্স্টলেডির ফিগার নিয়ে মন্তব্যে ট্রাম্প সমালোচিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ১৫ জুলাই ২০১৭ | আপডেট: ১২:০৪, ১৫ জুলাই ২০১৭

ফ্রান্স সফরে গিয়ে দেশটির ফার্স্ট লেডি ব্রিজিট মাখোঁর শারীরিক গঠনের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, আপনার ফিগার বেশ সুন্দর। ট্রাম্পের এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের রোষানলে পড়েছেন ট্রাম্প।

ট্রাম্পের এই মন্তব্য নারীর প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি কেমন, তা–ই প্রকাশ করেছে বলে ফেসবুক টুইটারে মন্তব্য করেন অনেকে। কুশলবিনিময়ের সময় ব্রিজিটের হাত ট্রাম্প যেভাবে চেপে ধরেন, সেটা নিয়েও নানা মন্তব্য আসে।

বৃহস্পতিবার প্যারিসে হঠাৎ ব্রিজিট মাখোঁর দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, ‘আপনি কি জানেন আপনার শারীরিক গঠন খুবই সুন্দর’(ইউ নো, ইউ আর ইন সাচ গ্রেট শেইপ)। ব্রিজিট এর কোনো উত্তর দেননি। এ সময় তাঁদের পাশেই ছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

ট্রাম্প এবার এমানুয়েল মাখোঁর দিকে তাকিয়ে বলেন, ‘তাঁর (ব্রিজিট) শারীরিক গঠন সেইরকম সুন্দর।’ এরপর ট্রাম্প আবার ব্রিজিটের দিকে তাকিয়ে বলেন, ‘বিউটিফুল।’ ভিডিওটি ফ্রান্স সরকারের ফেসবুকে পেজে ভিডিওটি আপ করা হয়েছে।

ভিডিওতে এ সময় মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হাসতে দেখা যায়। তবে তাঁকে কিছুটা বিব্রতও মনে হয়। এরপর ডোনাল্ড ট্রাম্প, এমানুয়েল মাখোঁ এবং মেলানিয়া ট্রাম্প ও ব্রিজিট মাখোঁকে আলাদা আলাদা যেতে দেখা যায়। ট্রাম্পের প্রশংসায় ফরাসি ফার্স্ট লেডি কিছুটা কিছুটা বিব্রত হন বলে ভিডিওতে দেখা গেছে। তবে ট্রাম্প নিয়ে আলাদা হয়ে পরিস্থিতি সামাল দেন ফরাসি প্রেসিডেন্ট।

এর সমালোচনায় জেন সিয়েবেল নিউসম টুইটারে মন্তব্য করেন, ‘জনাব ট্রাম্প, আপনি নারীদেহ নিয়ে কী ভাবেন, এ মন্তব্য নারীরা শুনতে চায় না।

রেবেকা ক্যারল টুইটে বলেন, ট্রাম্প জানেন না নারীর দিকে কীভাবে দৃষ্টি দেওয়া যায়। সূত্র: বিবিসি।

//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি