ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফ্রান্স-বেলজিয়াম ম্যাচের উত্তেজনাকর কয়েকটি মুহূর্ত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ১১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপে গতরাতে প্রথম সেমিফাইনালে বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে পৌছে গেছে ফ্রান্স। ম্যাচটি ছিল সত্যিই টান টান উত্তেজনাপূর্ণ। গোলের বেশ কয়েকটি সম্ভবনা তৈরি হয়েছিল দু’দলের সামনেই। সেগুলো মিস হয়েছে গোলকিপারের কল্যাণে কিংবা বারে লেগে।
ম্যাচে একমাত্র গোল পায় ফ্রান্স। ম্যাচের ১৮তম মিনিটে ম্যানুয়েল উমতিতি করেন গোলটি। পরে চেষ্টা করেও আর সেই গোল পরিশোধ করতে পারেনি বেলজিয়াম। বেশ কয়েকটি সুযোগও তারা মিস করে।
সেন্ট পিটার্সবার্গে এই সেমিফাইনালটি ছিল মূলত দুই ইউরোপীয় শক্তির লড়াই। আর সেই লড়াইয়ে জয় হয়েছে ফরাসিদের।
ম্যাচে ফ্রান্সের সামনেও ছিল ব্যবধান বাড়ানো সুযোগ। কিন্তু তারা সেটি কাজে লাগাতে পারেনি। এমবাপের অসাধারণ পাসে যে গোলটি মিস হয় সেটি নিশ্চয়েই পোড়াবে ফরাশিদের।
ম্যাচের উত্তেজনাকয় কয়েকটি মুহূর্তের ভিডিও...


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি