ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

‘ফ্রিডম অব ডাবলিন সিটি’ হারালেন সু চি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ১৪ ডিসেম্বর ২০১৭

এবার `ফ্রিডম অব ডাবলিন সিটি` অ্যাওয়ার্ডের তালিকা থেকেও প্রত্যাহার করা হলো অং সান সু চি’র নাম। রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর করা অত্যাচার উপেক্ষা করায় ভোট দিয়ে সু চির নাম অপসারণ করলেন আয়ারল্যান্ডের ডাবলিন শহরের কাউন্সিলররা।

রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো নির্যাতনকে উপেক্ষা করার অভিযোগ করা হয়েছে সু চির বিরুদ্ধে। সু চিকে এই খেতাব দেওয়ার প্রতিবাদে গত মাসে পপ তারকা বব গেল্ডফ তাঁর `ফ্রিডম অব ডাবলিন` পুরস্কার ফিরিয়ে দেন। জানা গেছে, ৬২ জন কাউন্সিলরের মধ্যে ৫৯ জন সু চি`কে তালিকা থেকে অপসারণের পক্ষে ভোট দেন।

এর আগে গত নভেম্বরে ইংল্যান্ডের অক্সফোর্ড সিটি কাউন্সিল সু চি`র `ফ্রিডম অব দি সিটি` খেতাব কেড়ে নিয়েছে।

 

সূত্র: বিবিসি

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি