বইমেলায় ‘নামহীন কুহক’
প্রকাশিত : ১৪:০২, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
অমর একুশে বইমেলায় এসেছে নূহা চৌধুরী’র লেখা প্রথম নভেলা- নামহীন কুহক।
২০২২ সালে প্রকাশিত হয় তার লেখা প্রথম গল্পগ্রন্থ ‘সায়ংকালের পরে’। যা পাঠকপ্রিয় হয় এবং রকমারি ডটকমের বেস্ট সেলার গল্পগ্রন্থের তালিকায় উঠে আসে।
এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে প্রকাশিত হয় অতিপ্রাকৃতিক গল্প সংকলন শৈলজ। এটিও বেশ পাঠকপ্রিয়তা অর্জন করে।
লেখক নূহা চৌধুরী বিভিন্ন ধরনের সংস্কৃতি সম্পর্কে পড়তে ও জানতে আগ্রহবোধ করেন যা তার লেখায় ফুটে ওঠে। ছোটবেলা থেকে লেখালেখির সাথে জড়িত এই লেখক গান এবং নাটকও লিখেছেন কিছু। তরুণ এই লেখক কন্টেম্পোরারি ঘরানা এবং চারপাশে যা কিছু রহস্যময় তা নিয়ে লিখতে স্বাচ্ছন্দবোধ করেন। তার প্রকাশিত ই-বুকগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছে।
নূহা চৌধুরী’র ‘নামহীন কুহক’ প্রকাশ করেছে উপকথা প্রকাশন। অমর একুশে বইমেলায় ৫৬৪ নম্বর স্টলের পাশাপাশি বইটি পাওয়া যাচ্ছে দেশের শীর্ষ সারির অনলাইন বুকশপগুলোতে।
এমএম//
আরও পড়ুন