ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বইমেলায় মেহেদী হাসানের ভালোবাসার মিছিল

প্রকাশিত : ১৬:৫৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

এবারের অমর একুশে বইমেলা ২০১৯ এ বইপত্র প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে মোহাম্মদ মেহেদী হাসানের প্রথম মৌলিক কবিতার বই ভালোবাসার মিছিল। শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে এ বইয়ের মোড়ক উন্মোচন হয়।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগম উপস্থিত ছিলেন।

মোহাম্মদ মেহেদী হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি উক্ত বিভাগে স্নাতকোত্তর করছেন।

জানা যায়, বইটি একদমই কতগুলো মৌলিক কবিতা দিয়ে সাজানো হয়েছে। যেহেতু বইটির নাম ভালোবাসার মিছিল, তাই বইটিতে স্থান পেয়েছে চমৎকার কিছু ভালোবাসার কবিতা। এছাড়াও বইটিতে সুন্দররভাবে কবিতার লাইনের মাধ্যমে ফুটে উঠেছে প্রেম, বিরহ, প্রকৃতি, নদী, প্রত্যাশা, স্বপ্ন, বাস্তবতা, নারী, পহেলা বেশাখ, স্মৃতিচারণ, ঋতু, আত্মকথা, মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ।

উল্লেখ্য, বইটি বইপত্র প্রকাশনীর ৩৭৬- ৩৭৭ নং স্টলে পাওয়া যাচ্ছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি