‘বই খুলে পরীক্ষা নেওয়ার চিন্তা চলছে’
প্রকাশিত : ১৪:০০, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২০:০১, ১৩ ফেব্রুয়ারি ২০১৮
বর্তমান পদ্ধতিতে নেওয়া পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধ করা ‘কোনোভাবেই সম্ভব নয়’ বলে মনে করেন মা্ধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। তাই আগামীতে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র না ছাপিয়ে বই খুলে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানান তিনি।
সোমবার রাজধানীতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের সামনে ছাপানো কোনো প্রশ্ন নেই! বরং পরীক্ষার হলে তাৎক্ষণিকভাবে পাওয়া প্রশ্নে শিক্ষার্থীরা বই খুলেই উত্তর লিখতে পারছে! এমন অপরিচিত পরীক্ষা পদ্ধতি অনেকের কাছে অদ্ভুত শোনালেও আগামীতে এভাবে পরীক্ষা নেওয়া যায় কি না, সেটাই এখন চিন্তা করতে হচ্ছে বলে জানান শিক্ষাসচিব।
সোহরাব হোসাইন বলেন, ভিন্ন পদ্ধতিতে যাতে প্রশ্ন ছাপানোর প্রয়োজন না হয় সেই রকম কোনো কিছু করা যায় কি না সেজন্য তিন-চারটা কমিটি কাজ করছে এবং মন্ত্রণালয় থেকেও ভিন্নভাবে চিন্তা করা হচ্ছে এমন কিছু করা যায় কি না যে প্রশ্ন ছাপানোর প্রয়োজনীয়তা নেই।
তিনি বলেন, ‘প্রায় ২০ লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দেয়। একটি প্রশ্ন ছাপাতে চার-পাঁচদিন সময় লাগে। একজন মানুষ যদি অসৎ হয়, সে যদি মনে করে আমি প্রতিদিন একটা বা দুইটা করে মুখস্থ করে যাব, বাইরে গিয়ে লিখেই রাখব। তার পর একসাথে করব, একটি প্রশ্ন হবে। এটি কীভাবে ঠেকাব? আমি ২০১৪ সালেই বলেছি এ পদ্ধতিতে প্রশ্ন আউট রোধ করা সম্ভব নয়।’
অনুষ্ঠানে উপস্থিত থাকা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিনই প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর পাওয়া যায়। এরপর থেকে প্রতিটা পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়। এ অভিযোগে রাজধানীসহ সারা দেশে পরীক্ষার্থী, শিক্ষকসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
একে// এআর
আরও পড়ুন