ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

বই মেলায় পাইওনিয়ার পাবলিকেশন্সের যাত্রা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

বাংলা একাডেমি বইমেলায় কবি মো. আমিনুজ্জামান’র কবিতার বই ‘দখিন হাওয়া’র মোড়ক উন্মোচনের মাধ্যমে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা পাইওনিয়ার পাবলিকেশন্স।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্যের প্রধান কবি আল মুজাহিদী। প্রকাশনা সংস্থার সত্ত্বাধিকারী সাংবাদিক ইসমাঈল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি ড. ফজলুল হক তুহিন, মিডিয়া ব্যক্তিত্ব হুসনী মোবারক, চেয়ারম্যান আবু তাহের, গবেষক শাহাদাত সরকার, কবি আফসার নিজাম, কবি ওয়াহিদ আল হাসানসহ বরেণ্য ব্যক্তিরা।

প্রধান অতিথি কবির ভূয়ষী প্রশংসা করে বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোন আপোষ করবো না। শহীদ মিনারের চূড়াগুলো এখান থেকে পাশেই শহীদদের রক্তের কথা মনে করিয়ে দিচ্ছে। এত প্রকাশনার ভীড়ে আমার অতি স্নেহের ইসমাঈল আহসান আরেকটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানের উদ্যোগ নেয়ায় আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। 

বাংলাদেশ, ইউরোপ ও আমেরিকা থেকে প্রকাশিত হবে পাইওনিয়ার পাবলিকেশন্সের বই। এই প্রকাশনা থেকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন মাইমুল আহসান খানের আলোচিত বই “মমতা ম্যাজিকঃ ভবিষ্যৎ কোন পথে” বইটি অচিরেই আসছে।

এই সময় প্রকাশক ইসমাঈল আহসান বলেন, বিশ্ব মানের নতুন বই প্রকাশের মাধ্যমে তরুণ প্রজন্মকে বইমুখী করবো। তরুণ প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ প্রকাশনী। এছাড়া দেশের সৃজনশীল লেখক এবং চিন্তা-চেতনায় বাংলাদেশের দেশ প্রেম জাগ্রত হয়, তাদের নিয়ে নতুন নতুন কাজ করতে সদা দীপ্ত থাকিবো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি