ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বই মেলায় পার্থ প্রদীপের জলরঙ কাব্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

এবারের বই মেলায় পার্থ প্রদীপ সরকারের প্রথম কাব্যগ্রন্থ জলরঙ কাব্য প্রকাশিত হয়েছে অন্যপ্রকাশ থেকে। পেশাদার কবি না হলেও পার্থ তার কাব্যগ্রন্থে অসাধারণ কাব্য-প্রতিভার ছোঁয়া রেখেছেন।

প্রেম, বিরহ, প্রতিবাদ, ফেলে আসা সময়, প্রকৃতি, সমকালীন ঘটনা, দেশপ্রেম সবই আছে তার কবিতায়। আধুনিকতার পাশাপাশি তার কবিতায় রয়েছে সনাতন ধারার ছোঁয়া।

পেশা বিবেচনায় নিরস একটা ক্ষেত্রে বিচরণ করলেও পার্থ প্রদীপ কল্পনার ফানুসে ভেসে, স্মৃতির পাতা উল্টে, প্রেম-বিরহ, সমাজ-সংসার আর প্রতিদিনের বাস্তবতার জলছবিতে রঙ দেয়ার চেষ্টা করেছেন তার প্রথম কাব্যগ্রন্থে।

পার্থ প্রদীপ সরকারের জন্ম ও বেড়ে ওঠা ময়মনসিংহ শহরে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ থেকে স্নাতোক শেষে বিশ্ব ব্যাংকের বৃত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকিউরমেন্ট ও সাপ্লাই ম্যানেজমেন্টে এমবিএ সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে এ প্রকৌশলী স্থানীয় সরকার বিভাগে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত।

আরকে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি