ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বকেয়া মজুরিসহ পাঁচদফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে খুলনার পাটকল শ্রমিকরা

প্রকাশিত : ১৮:৪৯, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৪৯, ১৪ মার্চ ২০১৬

ka strikeবকেয়া মজুরি ও পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচদফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত নগরীর খালিশপুর নতুন রাস্তার মোড় ও আটরা গিলাতলা শিল্পাঞ্চলে রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদ এই অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, পাটকলগুলোতে চরমভাবে কাঁচা পাটের সংকট দেখা দিয়েছে। এরিমধ্যে মিল শ্রমিকদের ৫ থেকে ৬ সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। যতক্ষন পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন তারা। এদিকে কর্মসূচি চলার সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে শতশত যাত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি