ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

বক্স অফিসে কে এগিয়ে অজয় নাকি কার্তিক?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ২ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৭:১৪, ২ নভেম্বর ২০২৪

বলিউডে সিনেমা মুক্তি মানেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। একসঙ্গে একাধিক সিনেমা মুক্তি পেলে জোরদার একটা টক্কর হয়েই থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। মুক্তি পেয়েছে বহু প্রতিক্ষীত হাই বাজেটের দুটি হিন্দি সিনেমা কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া ৩ আর অজয় দেবগনের সিংহাম এগেইন ।

দীপাবলি উৎসবে একসঙ্গে মুক্তি পাওয়া সিনেমা দুটি ঘিরে আগে থেকেই ছিল আলোচনা। যার প্রভাব দেখা গেল বক্স অফিস লড়াইয়ে। দুটি সিনেমাই বেশ দুর্দান্ত শুরু করেছে বক্স অফিসে।

তবে কার্তিকের ভুল ভুলাইয়াকে কিছুটা পেছনে ফেলে প্রথম দিনের আয়ে এগিয়ে রয়েছে অজয়ের সিংহাম।

শুক্রবার (১ নভেম্বর) বলিউডের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পেয়েছে সিনেমা দুটি। এই দুটি সিনেমার মধ্যে বক্স অফিসে প্রতিযোগিতা এবং দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। রোহিত শেঠির পরিচালনায় নির্মিত ‘সিংহাম এগেইন’ উদ্বোধনী দিনেই বাজিমাত করে।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, অজয়ের সিংহাম প্রথমদিনেই ৪৩.৫০ কোটি রুপি আয় করেছে। 

অন্যদিকে, ‘ভুল ভুলাইয়া ৩’ আয় করেছে ৩৫.৫০ কোটি রুপি। অগ্রিম বুকিংয়ে এগিয়ে থাকলেও প্রথম দিনের আয়ে অজয়ের চেয়ে পিছিয়ে শুরু করল কার্তিকের ‘ভুল ভুলাইয়া ৩’। বক্স অফিসে ‘সিংহাম এগেইন’-এর সাফল্য অনুমেয় ছিল।

রোহিত শেঠির ‘কপ ইউনিভার্স’-এর সবচেয়ে বড় সিনেমা বলা যায় একে। এর মাধ্যমে পর্দায় এক হয়েছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, রনবীর সিং, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুরসহ এক ঝাঁক তারকা। আর সবশেষে চমক হিসেবে রয়েছেন দাবাং’খ্যাত সালমা খান। বিখ্যাত চুলবুল পান্ডের চরিত্রেই হাজির হয়েছেন তিনি। যার ফলে সিনেমাটি ঘিরে দর্শক প্রত্যাশা ছিল ব্যাপক।

আর মুক্তির পর বক্স অফিসেও যার প্রতিফলন লক্ষ করা যাচ্ছে। 
অন্যদিকে কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত ‘ভুল ভুলাইয়া ৩’ নিয়েও দর্শক আগ্রহ চোখ পড়ার মতো। সিংহামের সঙ্গে সরাসরি যুদ্ধে বেশ শক্তিশালী শুরুই করেছে সিনেমাটি। দীপাবলির ছুটিতে বেশ ভাল আয় করবে উভয় সিনেমা, এমনটাই ধারণা করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা।

 এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি