ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বগুড়ায় পায়ুপথে বাতাস, প্রাণ গেল রাসেলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩১, ২৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৫২, ৩০ সেপ্টেম্বর ২০১৭

এবার পায়ুপথে বাতাস দেওয়ায় প্রাণ গেল বগুড়ার রাসেল মিয়ার (১৮)। আজ শুক্রবার সকালে জেলার কাহালু উপজেলায় এবিসি টাইলস কারখানায় এ ঘটনা ঘটে।

রাসেল কারখানার ফিনিশিং ইউনিটে শ্রমিকের কাজ করতেন। এ ঘটনায় রাসেলের সহকর্মী রুবেলকে (২৩) আটক করেছে পুলিশ।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ আলম সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে রাসেল এবং রুবেল ফিনিশিং ইউনিটে হাওয়া মেশিন দিয়ে উৎপাদিত টাইলসের ময়লা পরিষ্কারের কাজ করছিলেন। কাজের সময় মজা করে রাসেলের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেন রুবেল। এ সময় রাসেল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবদুল মোত্তালেব হোসেন গণমাধ্যমকে জানান, সকালের দিকে রাসেলকে আশঙ্কাজনক অবস্থায় সার্জারি বিভাগে ভর্তির পর আইসিইউতে নেওয়া হয়। তার পায়ুপথে বাতাস ঢোকানোর কারণে পেটের নাড়িভুঁড়ি ছিঁড়ে যায়।

রোগীর অবস্থা অস্ত্রোপচারের পর্যায়ে থাকায় তাকে আইসিইউতে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়। পরে বেলা তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি