ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বগুড়া আরডিএ`র ৩০তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন 

হাবিপ্রবি,দিনাজপুর

প্রকাশিত : ১৫:৪৮, ১৭ অক্টোবর ২০২০ | আপডেট: ১৫:৫৫, ১৭ অক্টোবর ২০২০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া এর সার্বিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতি বছর বিগত অর্থবছরের সম্পাদিত প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা কার্যক্রমের পর্যালোচনাসহ আগামী অর্থবছরের কর্ম-পরিকল্পনা প্রণয়ণের লক্ষ্যে বার্ষিক পরিকল্পনা সম্মেলন আয়োজন করা হয়।

এরই ধারাবাহিকতায় আজ (১৭ অক্টোবর, ২০২০) বিগত ২০১৯-২০২০ অর্থবছরের কার্যক্রম পর্যালোচনা ও আগামী অর্থবছরের জন্য একটি কার্যকর কর্ম-পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ৩০তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন আরডিএ, বগুড়ার আইটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান। আরডিএ, বগুড়া’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএনসিসিও, ভাইস  চ্যান্সেলর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ও জিয়াউল হক, জেলা প্রশাসক, বগুড়া। এছাড়াও অনলাইনে সংযুক্ত ছিলেন মোঃ আফজাল হোসেন, সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও ড. মু আবুল কাসেম, ভাইস  চ্যান্সেলর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর।

বার্ষিক পরিকল্পনা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএ, বগুড়া’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ। প্রধান অতিথির বক্তব্যে মো: রেজাউল আহসান বলেন, বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন ক্ষুধা ও দারিদ্য মুক্ত বাংলাদেশ গড়তে আরডিএ, বগুড়া নিরলস কাজ করে যাচ্ছে । এ সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসডিজি, ভিশন ২০২১, ভিশন ২০৪১ ও ডেল্টাপ্লান বাস্তবায়নে আরডিএ বিশেষ ভুমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

একাডেমীর ৩০তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের কনভেনরের দায়িত্ব পালন করেন মোঃ মিজানুর রহমান, যুগ্ম-পরিচালক, গবেষণা ও মূল্যায়ণ বিভাগ, আরডিএ, বগুড়া। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন একাডেমী,বগুড়ার পরিচালকবৃন্দ, অনুষদ সদস্যবৃন্দ, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষকবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে আগত ব্যক্তিবর্গ, গবেষক, বিশেষজ্ঞসহ একাডেমীর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি