ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বঙ্গবন্ধুকে খুনের মাধ্যমে বাঙালির মূল্যবোধকে হত্যা করা হয়েছিল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি জাতির মূল্যবোধকে হত্যা করা হয়েছিল। সেই সঙ্গে ইতিহাসের চাকা পেছনের দিকে ঘুরিয়ে দিয়ে একটি নব্য পাকিস্তান সৃষ্টি করার পায়তারা করেছিল ষড়যন্ত্রকারীরা। তাদের সেই আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি। আজ শনিবার দুপুরে ঝালকাঠির সদর উপজেলা মিলায়তনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশ এগিয়ে নেওয়ার চাকা ঘুরিয়েছেন। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এই সরকার ক্ষমতায় না থাকলে দেশ আবারও পিছিয়ে যাবে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ কে এম আকতারুজ্জামান প্রমুখ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি