ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন শহীদ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৮, ১৩ আগস্ট ২০১৮ | আপডেট: ২৩:০০, ১৩ আগস্ট ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে নিয়ে গান গাইলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সৈয়দ শহীদ। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এ দিনটিকে উপলক্ষ্য করে গানটি তৈরি করা হয়েছে। গানটির শিরোনাম ‘বঙ্গবন্ধুর সৈনিক’।

রেজওয়ান শেখ এর সুর ও সঙ্গীতে গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। ১৪ আগস্ট রাতে সিডি চয়েজের ইউটিউব চানেলে গানটি উন্মুক্ত করা হবে।  

গান প্রসঙ্গে শহীদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই গানটি করা। কারণ আজকের স্বাধীন বাংলাদেশের পেছনে তার অবদানই সবচাইতে বেশি। ১৫ আগস্ট তিনি সপরিবারে নিহত হন নিজ বাড়িতে। এদিন আমরা শোক দিবস হিসেবে পালন করি।

তিনি আরও বলেন, এবার এই শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েই ‘বঙ্গবন্ধুর সৈনিক’ শিরোনামের গানটি করলাম। অত্যন্ত সুন্দর কথা-সুরের এ গানটি গাইতে খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস সবারই ভালো লাগবে গানটি।

এসি

  
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি