ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর খুনিদের জন্য দোয়া, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৯, ১৬ ডিসেম্বর ২০১৭

বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর খুনিদের জন্য দোয়া চাওয়ায় টাঙ্গাইলের গোপালপুরে মাদ্রাসার এক অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বিজয় দিবসের এক অনুষ্ঠানে ঘটনা ঘটে। অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষক ফায়জুল আমিন সরকার গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান জানান, সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের আগে একাত্তরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে দোয়ার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করার সময় বঙ্গবন্ধু হত্যাকারীদের জান্নাত নসীব করো বলে দোয়া করেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, দোয়া অনুষ্ঠানে ফায়জুল আমিন বলেন, ‘হে আল্লাহ, তুমি পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকারী যাদের ফাঁসি হয়েছে তাদের বেহেস্ত নসীব করো। হে আল্লাহ, তুমি বিচারের পর তাদেরকে বেহেস্ত নসীব করো।’

এরপর প্রত্যক্ষদর্শী উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীন তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন বলে জানান।

আরেক প্রত্যক্ষদর্শী গোপালপুর থানার ওসি হাসান আল মামুন বলেন, ‘এমন ঘটনা সত্যিই হতবাক হওয়ার মতো। ঘটনার পরপরই তাকে গ্রেফকার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নেওয়া হবে।’

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীন, ওসি হাসান আল মামুন, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, পৌর মেয়র রকিবুল হক ছানা, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির টাঙ্গাইল জেলা আহবায়ক কেএম আব্দুস সালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলাসহ আওয়ামী লীগ নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিরা ওই অধ্যক্ষের বক্তব্যে বিষ্ময়ে হতবাক হয়ে যান।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি