ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর পলাতক ৫ খুনির সন্ধান দিলে পুরস্কৃত করা হবে : পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ১৪ আগস্ট ২০২৩ | আপডেট: ১৬:১৯, ১৪ আগস্ট ২০২৩

বঙ্গবন্ধুর পলাতক ৫ খুনির সন্ধান দিতে পারলে আকর্ষণীয় পুরস্কার দেবে সরকার। সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা জানান।

বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে এই সভার আয়োজন করা হয়।

প্রবাসীদের পরামর্শ দেন, যুক্তরাষ্ট্রে রাশেদ চৌধুরী ও কানাডায় নূর চৌধুরীর বাসার সামনে মাসে একবার প্রতিবাদ জানানোর। তিনি বলেন, এই দুইজন সেসব দেশে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন। তাদের দেখলেই খুনি খুনি বলে ধিক্কার জানানোর আহবান জানান মন্ত্রী।

সভায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী ৭ জনের মধ্যে সরকার দুইজনের তথ্য পেয়েছে। বাকি ৫ জন এখনো ধরা ছোঁয়ার বাইরে। যদি কোনো নাগরিক ওই পাঁচজনের তথ্য দিতে পারেন তবে তাকে পুরস্কৃত করবে সরকার। 

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি