ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর ভাগ্নে ইলিয়াস আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ১১:৫৫, ১৯ মে ২০১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য ও গণপরিষদের সাবেক সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) ২৮তম মৃত্যুবার্ষিকী আজ।

ইলিয়াস আহমেদ চৌধুরী ১৯৩৪ সালের ১৫ আগস্ট শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রিধারী ইলিয়াস আহমেদ ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে ভূমিকা পালন করেন।

১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ ও ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি। ১৯৭৫-পরবর্তী সময়ে আওয়ামী লীগ পুনর্গঠন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ছাড়া আরামবাগ ক্রীড়াচক্র ও খুলনা আবাহানী ক্রীড়াচক্রের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। শিবচরের নারী শিক্ষার অগ্রদূত ছিলেন তিনি।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া আজ রোববার শিবচর উপজেলার দত্তপাড়া জামে মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

তার বড় ছেলে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও ছোট ছেলে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) পরিবারের পক্ষে তার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি