ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর রক্তের ঋন শোধ করতে তার আদর্শের বাংলাদেশ বিনির্মান

প্রকাশিত : ১৯:১০, ৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:১০, ৭ মার্চ ২০১৬

বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ বিনির্মান করতে পারলেই তার রক্তের ঋন শোধ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। ৭ই মার্চের জনসভায় তার এ কথা বলেন। ইতিহাস বিকৃতিকারী আর বঙবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্রে যুক্তদের বিচারও দাবী করেন তারা। সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দুপুর থেকেই আসতে থাকেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগনে মুখর হয়ে ওঠে সভাস্থল। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশই, উন্নত মর্যাদাশীল বাংলাদেশ। ইতিহাস বিকৃতিকারিদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা। নৌকার প্রতীক ও শেখ হাসিনার নেতৃত্বে দেশগড়ার আহ্বান জানান বক্তরা। বঙ্গবন্ধু যে মুক্তির ডাক দিয়েছিলেন, মানুষের সার্বিক মুক্তির পথে থাকবে দলটি-এমনি প্রত্যাশা জনসভায় আসা নেতাকর্মীদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি