বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন(ভিডিও)
প্রকাশিত : ১২:২০, ১৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১৩:১১, ১৬ আগস্ট ২০১৮
বিনম্র শ্রদ্ধায় সারাদেশে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, পতাকা উত্তোলন ও শোক র্যালিসহ নানা কর্মসূচী হয়েছে দেশজুড়ে।
জাতীয় শোক দিবসে মানিকগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের সামনে থেকে শোক র্যালী বের করা হয়। পরে শহীদ স্মৃতিফলকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
নারায়ণগঞ্জের চরসৈয়দপুর বঙ্গবন্ধু স্কুল ও বন্দরের শেখ জামাল ও শেখ রাসেল স্কুলের আলোচনাসভা ও দোয়া মহফিল হয়।
ময়মনসিংহের শিববাড়িতে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জেলা আওয়ামীলীগ। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোক র্যালি বের করা হয়।
টাঙ্গাইল পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে শোক র্যালী বের করা হয়।
জামালপুর কাচারী মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় শোক র্যালি।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে মাদারীপুর জেলা প্রশাসন, আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠন। পরে স্বাধীনতা অঙ্গন থেকে শোক র্যালি বের করা হয়।
মৌলভীবজারে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে শোক র্যালী বের করা হয়।
এছাড়া গাইবান্ধা, নওগা, বাগেরহাট, দিনাজপুর, হিলি, ঠাকুরগাও ব্রহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, লালমানিরহাটসহ সারাদেশে জাতীয় শোক দিবসে নানা কর্মসুচি পালন করা হয়।
আরও পড়ুন