ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু স্যাটেলাইটের খুঁটিনাটি জানাবে ‘বিবি-স্যাট-১’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৫, ১৪ মে ২০১৮ | আপডেট: ১২:০৬, ১৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

গত ১২ মে সফলভাবে মহাকাশে যাত্রা করে দেশের প্রথম ও একমাত্র মহাকাশ কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে সুদূরপ্রসারি ও যুগান্তকারি এ পদক্ষেপের মাহেন্দ্রক্ষণে উদ্বোধন হলো ‘বিবি-স্যাট-১’ অ্যাপ। অ্যাপটির মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইটের খুঁটিনাটি জানা যাবে।

এ অ্যাপ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর আদ্যপান্ত, অবস্থান, কর্মক্ষমতা, উপকারিতাসহ বিভিন্ন দিক তুলে ধরবে। আজ সোমবার বেসিসের পৃষ্ঠপোষকতায় তৈরি বিবি-স্যাট-১ অ্যাপের শুভ উদ্বোধন করা হয়। অ্যাপটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

তথ্যপ্রযুক্তি বিভাগের সভাকক্ষে এ অ্যাপ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “বিবি-স্যাট-১ অ্যাপের উদ্বোধন ডিজিটাল তথ্যপ্রবাহ ধারাকে আরো বেগবান করলো। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপণ বাংলাদেশের জন্যে ঐতিহাসিক ঘটনা। এ অ্যাপ সম্পর্কে জানতে অনেকেই কৌতূহলি। বিবি-স্যাট-১ অ্যাপ আগ্রহের বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে”।

এসময় অ্যাপটি তৈরির জন্যে বেসিসকে ধন্যবাদ জানান মন্ত্রী।

অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিসি) এর সভাপতি সৈয়দ আলমাস কবীর, অ্যাপ প্রস্তুতকারি বেসিস সদস্য প্রতিষ্ঠান টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ এন করিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, পরিচালক দিদারুল আলম।

মোবাইল অ্যাপ্লিকেশন বর্তমানে নিম্নোক্ত লিঙ্কটিতে পাওয়া যাচ্ছে: http://www.technohaven.com/bb-sat-1.html

এছাড়া অল্প কিছুদিনের মধ্যে গুগল প্লে-স্টোরেও পাওয়া যাবে অ্যাপটি।

//এস এইচ এস//টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি