বঙ্গোপসাগরে জাহাজডুবি, নিখোঁজ ৭
প্রকাশিত : ১৩:২৯, ৭ আগস্ট ২০১৮
বঙ্গোপসাগরে গমবোঝাই একটি লাইটার জাহাজ ডুবিতে ৭ জন নিখোঁজ রয়েছেন। জাহাজ ডুবির পরই সাত শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে একটি জাহাজ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, ‘এমভি পাটগাটি-২’ নামের ডুবে যাওয়া জাহাজটি গতকাল রাত একটার দিকে কর্ণফুলী নদী থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। পরে সন্দ্বীপের অদূরবর্তী ভাসানচরের কাছাকাছি এলাকায় পৌঁছালে ডুবে যায় জাহাজটি। সন্দ্বীপ ও ভাসানচরের মাঝামাঝি সাগরে আরেকটি জাহাজের সঙ্গে ওই জাহাজের ধাক্কা লাগলে জাহাজটি ডুবে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, এমভি আবদুল্লাহ আল আসিফ-১০ জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে তলা ফেটে ডুবে যায় এমভি পাটগাটি-২ জাহাজটি। জাহাজটিতে ১ হাজার ১০০ টন গম ছিল।
এমজে/
আরও পড়ুন