ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গোপসাগরে শুরু হয়েছে ৫২টি দেশের নৌ-মহড়া

প্রকাশিত : ২৩:০২, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২৩:০২, ৪ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

ভারতের আয়োজনে বঙ্গোপসাগরে শুরু হয়েছে ৫২টি দেশের নৌ-মহড়া। ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ নামে এ মহড়া বিশ্বের ইতিহাসে বৃহত্তম নৌ-মহড়াগুলোর মধ্যে অন্যতম হতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স এই মহড়ায় যোগ দিয়েছে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ ল্যাটিন আমেরিকা বেশ কয়েকটি দেশ এতে অংশ নিয়েছে। চীন আর ভরতের এমন যৌথ মহড়া বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা। চলমান পরিস্থিতিতে ভারতের ডাকে নৌ-মহড়ায় এতোগুলো দেশের সাড়া দেয়াকে তাৎপর্যপূর্ণ মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বঙ্গোপসাগরে ভারতের পূর্ব উপকূলে এ মহড়া চলবে ৫ দিন ধরে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি