ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বছরজুড়ে রবি ঠাকুরে মাতেন টেক্সাসের বাঙালিরা (ভিডিও)

অখিল পোদ্দার, আমেরিকা ঘুরে এসে

প্রকাশিত : ১২:৩৮, ৮ মে ২০২৩

Ekushey Television Ltd.

বছরজুড়ে রবি ঠাকুরে মাতেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাঙালিরা। সুরের মুর্চ্ছনায় হিউস্টোনের রে মিলার পার্কের রবীন্দ্র কুঞ্জবন হয়ে ওঠে বর্ণিল আর বহুমাত্রিক। 

টেক্সাসের হিউস্টোন শহরের বেশ গুরুত্বপূর্ণ এলাকা এনার্জি করিডোর। আর সেখানকার রে মিলার পার্ক বেশ ক’বছর ধরেই খ্যাতি পেয়েছে রবীন্দ্র কুঞ্জবন নামে। 

২০১৩ সালে বিশ্বকবির নোবেল প্রাপ্তির শতবর্ষ উদযাপনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিশাল এ উদ্যানটি হয়ে ওঠে রবীন্দ্রময়। 

এরইমধ্যে বসানো হয়েছে ৬ ফুট ৪ ইঞ্চির ব্রোঞ্জ মূর্তি। যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে একেবারেই প্রথম।

হিউস্টোন টেগোর সোসাইটির জ্যেষ্ঠ উপদেষ্টা সুরজিৎ দাশগুপ্ত বলেন, “এখানে এসে কবি বিশ্বভারতীর চেয়ে টেক্সাসকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। গত ১০ বছরে আমরা এখানে কবির স্ট্যাচু বসালাম।”

যুক্তরাষ্ট্রের টেক্সাস ছিল রবি ঠাকুরের পছন্দের অঙ্গরাজ্য। সেখানকার কৃষি আর সবুজ প্রকৃতি তাঁকে বরাবরই মুগ্ধ করেছে। জীবনবাস্তবতা আর সামাজিক কাজের অনেক ধারণাও তিনি নিয়েছিলেন টেক্সাস থেকে। 

হিউস্টোন টেগোর সোসাইটির ভাইস প্রেসিডেন্ট অমিত সরকার বলেন, “তিনি সারা পৃথিবীর সমস্ত জাতির সঙ্গে মেলামেশা করেছেন।  তিনি যখন শান্তিনিকেতন শুরু করলেন তখন বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টরা এলো।”

পার্কের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে গান-কবিতা আর প্রবন্ধের বাণী। রবি কবির জীবনদর্শন দশের মধ্যে ছড়িয়ে দিতেই হিউস্টোনের টেগোর সোসাইটির এমন উদ্যোগ।

হিউস্টোন বাংলাদেশ এসোসিয়েশনের বিদায়ী চেয়ারম্যান খালেদ জুলফিকার খান বলেন, “আমাদের বাচ্চারা যেন বাঙালি কালচার ধরে রাখতে পারে সেজন্য রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তীসহ বিভিন্ন অনুষ্ঠানগুলোতে তারা গিয়েছে।”

কবিকে শ্রদ্ধা প্রদর্শনের জন্য উদ্যানের সবগুলো দরোজা সব সময়ই খোলা থাকে। এটি রক্ষণাবেক্ষন করে আমেরিকার পার্ক ও বিনোদন দফতর। 

রবীন্দ্রনাথ কি কখনও যুক্তরাষ্ট্রের প্রেমে পড়েছিলেন, হয়তো পড়েছিলেন কিংবা না। তবে এটি সত্য যে, তিনি আমেরিকার কৃষিতে মুগ্ধ হয়েছিলেন। যে কারণে নিজের সন্তানকে ইলিংগ ইউনিভার্সিটিতে কৃষি শিক্ষা এবং গবেষণার জন্য পাঠিয়েছিলেন। তার সেসব স্মৃতিকে স্মরণ করে বাঙালিরা হিউস্টোনে গড়ে তুলেছিলেন টেগোর গ্রুপ নামে ভিন্নধর্মী এক প্রতিষ্ঠান। যেখান থেকে রবী ঠাকুরের মানবতাবাদ আর দর্শন সাহিত্যকে ছড়িয়ে দিচ্ছেন বিশ্বব্যাপী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি