ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বছরজুড়ে হলিউডের আলোচিত ঘটনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪, ২৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৪৬, ২৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ক্যালেন্ডারের পাতায় আর মাত্র চার দিন বাকি। এরপর আসছে নতুন বছর। নতুন বছরে নতুন আশায় বুক বাঁধবে বিশ্ববাসী। তবে শোবিজ অঙ্গনের মানুষগুলোকে নিয়ে একটু কৌতূহল বেশিই থাকে। তাই এই জগতটা নিয়ে আলোচনা-সমালোচনার কোনো কমতি থাকে না। চলতি বছরে বিনোদন দুনিয়া বিশ্বকে দিয়েছে অনেক কিছু। একটু পেছন ফিরে তাকালেই জ্বলজ্বল করে উঠবে পুরো বছরের স্মৃতিগুলো। ফেলে যাওয়া বছরটিতে বিশ্ব মিডিয়া নানান আলোচনা-সমালোচনায় সরব ছিল। হলিউডের উল্লেখযোগ্য সব ঘটনা নিয়ে আজকের আয়োজন। প্রতিবেদনটি তৈরি করেছেন- সোহাগ আশরাফ

 

বছরের শুরুতেই হলিউডে চমক তৈরি করে ‘লা লা ল্যান্ড’ সিনেমা। সাতটি বিভাগে মনোনয়ন পেয়ে সাতটি গোল্ডেন গ্লোবই জিতে নেয় এ সিনেমাটি। ২০১৭ সালের আরও একটি আলোচিত ঘটনা হচ্ছে- হলিউড অভিনেতা মেল গিবসন ৬১ বছর বয়সে বাবা হন। ২৬ বছর বয়সী রোজালিন্ড রসকে বিয়ে করেন ৬১ বছরের এই অভিনেতা। অপরদিকে বিশ্বের ৮৫টি দেশের সুন্দরীদের পেছনে ফেলে ৬৫তম মিস ইউনিভার্সের মুকুট জয় করেন ফ্রান্সের ইরিস মিটেনায়ের।

এছাড়া ২০১৫ সালে বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন হলিউড অভিনেত্রী জেনিফার গার্নার। ন্যানির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বেনের এমন অভিযোগ করে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সেটা চূড়ান্ত হয়।

৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের পুরস্কার পেল ইরানি ছবি ‘দ্য সেলসম্যান’। সেরা অভিনেতার পুরস্কার জেতেন কেসি অ্যাফ্লেক। ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ সিনেমাতে অসাধারণ অভিনয়ের জন্য এই পুরস্কার পান তিনি। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন এমা স্টোন। ‘লা লা ল্যান্ড’ সিনেমাতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান।

স্বামী রোমেন ডুরিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসনের। অপরদিকে বাগদান সম্পন্ন হয় মার্কিন পপ তারকা এবং অভিনেত্রী জেনিফার লোপেজের।

গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে সন্ন্যাস রূপ ধারণ করেন বৃটিশ মডেল-অভিনেত্রী সোফিয়া হায়াত। সবাইকে জানিয়ে মাদার হয়েছিলেন তিনি। এরপর বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। ২৪ এপ্রিল, সোমবার লন্ডনে রোমানিয়ান বয়ফ্রেন্ড ভলাদ স্তানেস্কুকে বিয়ে করেন সোফিয়া।

পপ তারকা জাস্টিন বিবারের সাথে বিচ্ছেদের পর মুষড়ে পোড়েন সেলেনা। মাঝে বেশকিছু সময় প্রচারণা থেকে নিজেকে আড়াল করে নেন তিনি। হঠাৎ একদিন ইন্সটাগ্রামে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার ছবি পোস্ট করেন। সেখানে তাঁর কিডনি প্রতিস্থাপনের বিষয়টি উঠে আসে। সেলেনার অভিনেত্রী বান্ধবী ফ্রান্সিয়া রাইসা তাঁকে কিডনি দিয়ে জীবন বাঁচান। বান্ধবীর মহানুভবতার কথাও উঠে আসে সেখানে।

এবছরের মাঝামাঝিতে বিখ্যাত রক ব্যান্ড লিনকিন পার্কের প্রধান গায়ক চেষ্টার বেনিংটন আত্মহত্যা করেছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্বজুড়ে নেমেছিলো শোকের ছায়া। ২০০০ সালে লিনকিন পার্কের প্রথম অ্যালবাম হাইব্রিড থিওরিতে প্রধান গায়ক হিসেবে গান গাওয়ার মাধ্যমে পরিচিতি পান চেষ্টার। ব্যান্ডের এই অ্যালবামটি বাণিজ্যিকভাবে ব্যাপক সফলতা পায়।

‘দ্য স্কয়ার’ পায় কানের স্বর্ণপাম। সুইডিশ পরিচালক রুবেন অস্টলুন্ডের হাতে উঠে আসে কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ এই পুরস্কার। ২৮ মে রোববার কান উৎসবের মূলকেন্দ্র পালে দো ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এ ঘোষণা দেয়া হয়।

অস্ট্রেলীয় সুপার মডেল মিরান্ডা কের ২৮ মে, শনিবার বিয়ে করেন। বর দীর্ঘদিনের প্রেমিক স্ন্যাপচ্যাটের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইভান থমাস স্পিগেল। রেকর্ড গড়েন ইসরায়েলি কন্যা গেল গ্যাডট। তার অভিনীত ‘ওয়ান্ডার ওম্যান’ ব্যবসা সফলতায় নতুন রেকর্ড গড়ে।

হলিউডের বিখ্যাত প্রযোজক হার্ভে উইনস্টেইন। দীর্ঘদিন হয়রানির অভিযোগে অভিযুক্ত এবং তীরবিদ্ধ এই প্রযোজক। এবছর প্রায় ৭৫ জন নারী হার্ভের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছেন। অভিযোগকারী অ্যাঞ্জেলিনা জোলি, রোজ ম্যাকগোয়ান, গিনেথ পেল্ট্রো, ইভা গ্রীন, কাদিয়ান নোবেলসহ আরও অনেকে।

দক্ষিণ আফ্রিকার ডেমি লেই নেল পিটার্স এবারের মিস ইউনিভার্স-২০১৭ এর মুকুট জিতে নেন। ২৬ নভেম্বর, রোববার ২২ বছর বয়সী নেল পিটার্স মিস ইউনিভার্সের মুকুটের সঙ্গে পুরস্কার হিসেবে পেয়েছেন নিউ ইয়র্ক সিটিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি