ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বছরের প্রথম দিন বিদ্যার জন্মদিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ইংরেজি বছরের প্রথম দিন মানেই বলিউড তারকা বিদ্যা বালানের কাছে বিশেষ দিন। কারণ এ দিনেই পৃথিবীর মুখ দেখেছিলেন এই তারকা। আজ বিদ্যার জন্মদিন। এই জন্মদিনে ৩৮ বছর পূরণ করবেন বিদ্যা বালান। আজও সাদামাটাভাবেই জন্মদিন পালন করবেন তিনি। তবে এ বছর বিশেষ একটি সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

নিজের জন্মদিন প্রসঙ্গে বিদ্যা বালান বলেন, ‘আমার জন্মদিন সবসময়ই সাধারণ ছিল। এটা সবসময়ই পরিবারের মধ্যে সীমাবদ্ধ থেকেছে। যখন আমি অবিবাহিত ছিলাম তখন আমি ১২টার দিকে উঠতাম এবং আমার বাবা-মাকে বলতাম আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। আমার সব জন্মদিনই তাঁদের সঙ্গে পালন করা হয়েছে। এখন আমি বিবাহিত, তাই আমি আমার জন্মদিন সিদ্ধার্থের (সিদ্ধার্থ রায় কাপুর) সঙ্গে পালন করছি এবং জন্মদিনের দুপুরের খাবারের সঙ্গে সময়টা আমার বাবা-মায়ের সঙ্গে কাটাচ্ছি।’

নতুন বছরের সিদ্ধান্ত নিয়ে বিদ্যা বলেন, ‘এ বছর আমি ‘তুমহারি সুলু’র সফলতা উদযাপন করছি। পরের বছরও আমি একটি সিনেমাতে অভিনয় করব। এক সিনেমা শেষ করেই আমি পরের সিনেমাতে কাজ করতে চাই। এ বছর আমি আমার পছন্দের গল্প ও চরিত্র নির্বাচন করে সিনেমাতে অভিনয় করব। যা আমাকে নিজের মত করে অভিনয় করার সুযোগ দেবে।’

সূত্র : ডিএনএ ইন্ডিয়া

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি